বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেল শ্রীলঙ্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: এমনিতেই শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। এর মধ্যে এবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্টও কাটা গেল দলটির। নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছে লঙ্কানরা। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় একটি পয়েন্ট কাটা হয়েছে তাদের। সুপার লিগের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট কাটা হয়। সঙ্গে লঙ্কান ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য ওই দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে দায় স্বীকার করে শাস্তি মেনে নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে কিউইদের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই জয় প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। কিন্তু গত রোববার প্রথম ম্যাচে লক্ষ্য তাড়ায় নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ৭৬ রানে গুটিয়ে তারা হারে ১৯৮ রানে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে লঙ্কানদের বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নে লাগে আরেকটি ধাক্কা। এর পরপরই তারা শুনল পয়েন্ট হারানোর সংবাদ। স্বাগতিক ভারতসহ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। যেখানে এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে ৭ দল। লড়াই চলছে একটি জায়গা নিয়ে। ২৩ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে শ্রীলঙ্কা। ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ২৪ ম্যাচ খেলে ফেলা ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের তুলনায় সম্ভাবনা অবশ্য বেশি দক্ষিণ আফ্রিকার। ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকা দলটির সিরিজ বাকি নেদারল্যান্ডসের বিপক্ষে। ওই সিরিজের বাকি দুই ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে প্রোটিয়ারা। সেক্ষেত্রে বাছাই পর্ব খেলতে হবে লঙ্কান ও ক্যারিবিয়ানদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com