মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহে বাসের ধাক্কায় বাবার মৃত্যু, মেয়ে হাসপাতালে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় ফরিদুল ইসলাম শেখ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সেলিনা আক্তার (২৮)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদুল ইসলাম শেখ উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর গ্রামের সোহরাব আলী মণ্ডলের ছেলে। তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। ত্রিশাল থানার ওসি মো. মনসুর আহমেদ বলেন, ফরিদুল ইসলাম শেখের মেয়ে সেলিনা (২৮) গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। রাতে ফরিদুল তাকে গাড়িতে তোলে দেওয়ার জন্য হেঁটে বৈলর এলাকার মোড়ে যাচ্ছিল। এসময় দ্রুত গতিতে আসা একটি বাস দুজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ফরিদুল মারা যান। আশপাশের লোকজন সেলিনাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসি বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসসহ চালক সোহেলকে আটক করে মামলা দেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com