স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ১ কলেজ ছাত্রের করুন মৃত্যু একই সময় আরো ১জন আহত হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল সকাল সাতক্ষীরা খুলনা সড়কের চুকনগর এলাকায় ঘটে। নিহত কলেজ ছাত্র শহরের পারকুখরালী গ্রামের সিরাজুল ইসলাম রাজ্জাকের পুত্র রাজন (১৮), আহত শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের পুত্র মেহেদী হাসান (২০)। স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে রাজন ও মেহেদী মোটর সাইকেলে যাচ্ছিল পথিমধ্যে একটি দ্রুত গামী ট্রাক তাদের ধাক্কা দেয় এসময় ঘটনা স্থানে রাজন মারা যায়। স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের ওসি জানান, দূর্ঘটনায় নিহত ও আহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি।