স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ভাড়ুখালীর কৃতি সন্তান মোঃ মশিউর রহমান বাবুর নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সদরের ভাড়ুখালী হাটখোলায় এলাকাবাসীর উদ্যোগে গতকাল রাতে ভাড়ুখালী ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজ হাসান টুনু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পৌর সভাপতি নুরুল হক, অবসরপ্রাপ্ত বিএডি মোঃ সিরাজুল ইসলাম, ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পশ্চিম মহাদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন শাহীন, ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার হোসেন ঢালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের সহ ইউনিয়ন আলীগ, জাতীয় পার্টিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মশিউর রহমান বাবু একজন সাদা মনের মানুষ। সদরের মানুষ তাকে মনেপ্রাণে ভালোবাসেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সদরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বক্তারা আরো বলেন, ভাড়ুখালীর রাজনীতির প্রাণপুরুষ প্রয়াত হাবিবুর রহমান হবি সাতক্ষীরার গণমানুষের এমপি হিসাবে পরিচিতি লাভ করেছিল। তিনি সবসময়ই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন।মশিউর রহমান বাবু হল তারই সুযোগ্য পুত্র। কাজেই মশিউর কে ভোট দিলে আপনারা কেউই ঠকবেন না। এসময় এলাকাবাসী দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে মশিউর রহমান বাবুর পক্ষে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমদাদুল ইসলাম।