শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

মশিউর রহমান বাবু’র প্রথম নির্বাচনী পথসভায় লাঙ্গলের পক্ষে গণজোয়ার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম নির্বাচনী পথসভা করেছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। মঙ্গলবার (১৪ মে) বিকেলে মশিউর রহমান বাবুর নিজ জন্মভূমি ঘোনা ইউনিয়ন বাজারে হাজার হাজার জনতার উপস্থিতিতে পথসভায় গণজোয়ার সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূহুর্তেই পথসভাটি জনসভায় রূপান্তরিত হয়। প্রথম নির্বাচনী প্রচারণায় পরিচালনা পথসভায় বক্তারা লাঙ্গল মার্কার প্রতি জনতার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে উল্লসিত হন। ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আবদার রহমান ঢালী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ওলামা পার্টির সভাপতি মো. ইব্রাহিম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, ঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য বকুল, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, মো. মিজানুর রহমান রিগ্যান, সাবেক ছাত্র নেতা প্রভাষক মো. শরিফুল ইসলাম, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঘোনা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি। পথসভায় আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com