স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু মসজিদের উন্নয়নে অনুদান প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা বায়তুল মামুর জামে মসজিদ কমিটির মো: শেহের আলীর হাতে ৫০ হাজার টাকা অনুদান পত্র তুলে দেন। এ সময় সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অগ্রগতিশীল কৌশল গ্রহনের ফলে সা¤প্রতিক ভাবে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রতœ নয়, তিনি বিশ্বরতœ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউপি সদস্য কুরমান আলি, হাফেজ আলহাজ্ব মো: নজরুল ইসলাম প্রমুখ।