বিশেষ প্রতিনিধি/ শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা জামে মসজিদ ভবনের দ্বিতলার নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বাদ আছর নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত মসজিদটির ১ম তলার নির্মান কাজ টাইলসসহ আধুনিক ব্যবস্থাপনা সহকারে ইতিমধ্যে শেষ হয়েছে। দ্বিতলার কাজে আর্থিক সহায়তা প্রদান করছেন এফএমএস ফাউন্ডেশনের সভাপতি, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সমাজ কল্যাণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুর রহমান মোড়ল, আঃ রশিদ মোড়ল, শাহজাহান মোড়ল, মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দীন শেখ, ময়না মোড়ল, সামাদ গাজী, ফকির ঢালী, নূর ইসলাম গাজী, রিয়াদ মোড়ল, রাজু আহমেদসহ এলাকাবাসী ও মসজিদের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওঃ আমজেদ হোসেন।