বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর পাইকমারী বাইতুননুর জামে মসজিদের পুকুর খনন ও ঘাট নির্মাণ পূর্বক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ পরবর্তী বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার মুসলীবৃন্দের উপস্থিতিতে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অত্র জামে মসজিদের পুকুর খনন ও ঘাট নির্মাণ করা হয়। অত্র মসজিদের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুকুর খাট উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা, সমাজসেবক মোঃ আতাউর রহমান, অত্র মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুলাহ, মুসলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।