কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর চাঁদ আটি জামে মসজিদের মুয়াজ্জিন ছামছুর রহমান (৭০)আর নেই। সে কালিকাপুর গ্রামের মৃত শহর আলী শেখের দ্বিতীয় পুত্র। কয়েক দিন আগে শ্বাস কষ্ট দেখা দেওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয়। গত ১ এপ্রিল চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসে। হঠাৎ ২ এপ্রিল মঙ্গলবার মাগরিব নামাজের পর শ্বাসকষ্ট -জনিত কারণে নিজে বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত কালে সে ৩ পুত্র ১ স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহর নামাযের পর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন মাওঃ কামরুল ইসলাম।