স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী পুর্বপাড়া জামে মসজিদে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। গতকাল জুম্মার নামাজের আগে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদান প্রদান করেন। প্যানেল চেয়ারম্যান এসময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অস্বীকার করার সুযোগ নেই। বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের দুঃস্থ ও অসহায় মানুষের সার্বিক সহযোগিতার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলি হোসেন সরদার, রহমত আলী, কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ মুসলীবৃন্দ।