স্টাফ রিপোর্টা \ অনন্য অসাধারণ সৌন্দর্য মন্ডিত দৃষ্টিনন্দন নির্মাণশৈলী মসজিদে কুবা পরিদর্শন করলেন সাতক্ষীরার কৃতি সন্তান যুব ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পিএস মোঃ আবুল হাসান। গতকাল সন্ধ্যায় তিনি সার্কিট হাউস সংলগ্ন ঐতিহ্যবাহী মসজিদে কুবা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রথমেই মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও মুসল্লিরা তাকে স্বাগত জানান। এ সময়ে তিনি মসজিদে কুবা কমপ্লেক্সের চলমান কাজ ও ইসলামিক সংস্কৃতি গজল, হামদ, নাত ও কুরআন প্রতিযোগিতা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি আই ক্যাম্প, ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পর্কে অবহিত হন। এছাড়া মসজিদ সংলগ্ন আধুনিক যুগ উপযোগী একটি মাদ্রাসা নির্মাণের মহৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবগত করা হয়। পরবর্তীতে তিনি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। এবং মসজিদে কুবায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় সহ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, মসজিদ শুধু ইবাদত ও নামাজ আদায়ে সীমাবদ্ধ থাকবে এমনটা না হয়ে যদি সামাজিক ও ইসলামিক সংস্কৃতির জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তাহলে এখান থেকে মানুষ ইসলামিক জীবন গঠনের সুযোগ পাবে। সাতক্ষীরা অনন্য অসাধারণ স্থাপত্যের নির্মাণশৈলী এই মসজিদে কুবা যে কার্যক্রম গুলো পরিচালনা করছে আমি জেনে বিমোহিত হয়েছি। আসলে এগুলো সু চিন্তিত দূরদর্শী চিন্তা চেতনার ফসল। আমি মসজিদে কুবার উত্তরা উত্তর সমৃদ্ধি কামনা করছি। পরিশেষে তিনি নিজের অবস্থান থেকে এই প্রতিষ্ঠানে যতটুকু সম্ভব সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদে কুবা কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, মসজিদে কুবার পৃষ্ঠপোষক তৈয়ব হাসান বাবু, এমআর পরিবহনের এমডি নুরুল হক, সহ সভাপতি এসএম আব্দুল গনি, সহ সম্পাদক শেখ গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল করিম, সদস্য মাওলানা আবুল হাসান, সদস্য জমশেদ আলী অন্যান্য সদস্যবৃন্দ সহ মসজিদে কুবার মুসল্লীবৃন্দ।