স্টাফ রিপোর্টা ঃ সাতক্ষীরা বৈকারীতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে কলেজ প্রাঙ্গণে কলেজ গর্ভণিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি গণমানুষের নেতা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কাওছার আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম, পৌর আ’লীগের নেতা জিয়াউর বিন সেলিম যাদু, আদর্শ কলেজের শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুলাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, প্রভাষক মো. রবিউল ইসলাম, আরিজুল ইসলাম, আব্দুর রহিম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ৫.৩৩ একর নিজস্ব সম্পত্তিতে তিনতলা ভিত বিশিষ্ট এ মসজিদ নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাঁদড়া বাজার জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ইমাম হাফেজ রুহুল আমিন। এসময় দলীয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অপরদিকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার পবিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নারগিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন্ এসময় বলেন লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতে হবে। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভবনের অভাবে শিক্ষার পরিবেশ যেন নষ্ট না হয় সেজন্য আগামীতে নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, বিদ্যালয়ের প্রাক্তণ অভিভাবক সদস্য রতন খান, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার শানা, সহকারী শিক্ষক নাদিরা পারভীন, পৌর আ’লীগের নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান।