বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

মহাকুম্ভের পথে ৩০০ কিলোমিটার তীব্র যানজট!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস আন্তজার্তিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে চলমান মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে শত শত কিলোমিটার তীব্র যানজটের খবর পাওয়া গেছে। যানজটের কারণে হাজার হাজার পূণ্যার্থী রাস্তায় আটকা পড়েছেন। গতকাল সোমবার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটকে থাকা যানবাহনের সারি ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের পর কুম্ভমেলায় মানুষের ভিড় কমে যেতে পারে মনে করা হয়েছিল। তবে, পরিস্থিতি ঠিক বিপরীত দেখা যাচ্ছে। এখানো হাজার হাজার পূণ্যার্থী স্নানের উদ্দেশে প্রয়াগরাজ রওনা দিয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। পুলিশ প্রয়াগরাজ যাওয়ার পথে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। গতকাল কুম্ভমেলামুখী সড়কে ২০০—৩০০ কিলোমিটার লম্বা যানজট রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী গাড়ি, বাস এখন কুম্ভমুখী। বারাণসী, লখনউ এবং কানপুর থেকে প্রয়াগরাজের রুটে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজট হচ্ছে। শহরের ভেতরেও প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট। ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত প্রয়াগরাজ জংশন স্টেশনে একমুখী ট্র্যাফিক ব্যবস্থা চালু রয়েছে। পুলিশের মহাপরিদর্শক (রেওয়া জোন) সাকেত প্রকাশ পান্ডে বলেন, প্রচুর যানবাহনের কারণে এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন লাগতে পারে। প্রয়াগরাজ প্রশাসনের সাথে সমন্বয় করেই যানবাহন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে। দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকা পড়েছেন মহাকুম্ভে আসা হাজার হাজার ভক্ত। যানজটে আটকে থাকা এক ভুক্তভোগী জানান, তিনি যানবাহনে ৪৮ ঘণ্টা ধরে আটকে আছেন। মাত্র ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ১০—১২ ঘণ্টা সময় লাগছে। পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার (ট্রাফিক) কুলদীপ সিং বলেন, মেলাস্থলে পৌঁছানোর জন্য প্রচুর যানবাহনের কারণে এই যানজটের তৈরি হয়েছে। গাড়ির সংখ্যা অনেক বেশি। যাত্রীরা যতটা সম্ভব মহাকুম্ভ মেলা এলাকার কাছাকাছি আসার চেষ্টা করছেন। এর ফলে দীর্ঘ যানজট হচ্ছে। উত্তর প্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই অব্যবস্থার জন্য বিজেপির যোগী আদিত্যনাথ সরকারকে দুষেছেন। রাজ্য পুলিশ ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলে জানিয়েছেন অখিলেশ। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৪৪ কোটি মানুষ মহাকুম্ভে গঙ্গায় ডুব দিয়েছেন। কুম্ভমেলা প্রতি ১২ বছরে একবার একবার অনুষ্ঠিত হয়। গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com