বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্যামনগরে মৃত্যুর চার মাস পর কবর থেকে গৃহবধুর মরদেহ উত্তোলন দেবহাটায় জামায়াতের আয়োজনে কুরআন শিক্ষায় মুহাদ্দিস রবিউল বাসার উচ্চতায় পৌছানো রুপসী ম্যানগ্রোভ দেবহাটা পর্যটন কেন্দ্র আলো ঝলমলে দ্যুতি ছড়ানো সৃষ্টিশীলতার অনন্য ক্ষেত্র কুলিয়ার টিকেট কালীপূজা পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ ভোমরায় টাস্কফোর্সের অভিযানে ৩ টন রসুন উদ্ধার সহ লাখ টাকা জরিমানা খলিশখালী সচেতনতামূলক নারী সমাবেশ বাস্তবায়ন সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পুলিশ বিজয় দিবস উপলক্ষ্যে শিবিরের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের ও শহীদ পরিবারের সদস্য গনদেব সংবর্ধনা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

খুলনা প্রতিনিধি \ গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে মহান বিজয় দিবস—২০২৪ উপলক্ষে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ—২ তে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যবৃন্দ (অবঃ) এবং শহিদ পরিবারের সদস্যগণকে ফুল দিয়ে বরণ করেন। কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএ) আবু রায়হান মোহাম্মদ সালেহ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধা ২ লক্ষ সম্মান হারানো মা—বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে ১৯৭১ সালের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে ২৫ শে মার্চ কালো রাতে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে ১ম সশস্ত্র প্রতিরোধে আত্মত্যাগকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের সভাপতি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ এবংসম্মান হারানো মা—বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জল সময় ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে যে সকল পুলিশ সদস্য জীবন উৎসর্গ করে অনন্য অবদান রেখেছেন তাঁদের অবদানকে বিনম্র চিত্তে স্মরণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশ পুলিশের জন্য অত্যন্ত গৌরবের। তিনি বীর মুক্তিযোদ্ধা যাঁরা এখনও বেঁচে আছেন তাদের শারীরিক ও মানসিক সুস্থ্যতা এবং মহান আল্লাহর নিকট দীর্ঘায়ু কামনা করেন। অতঃপর তিনি যে কোনো প্রয়োজনে খুলনা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। একই সাথে অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ সদস্যদের নিকট থেকে তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ কামনা করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন মর্যাদার অফিসার—ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com