স্টাফ রিপোর্টার ঃ কলকাতায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য ভারত যাচ্ছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক। তিনি আজ স্বস্ত্রীক বাংলাদেশের একটি বিশেষ বিমানে ভারত যাবেন। সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা অতিপরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। প্রতিবছর মহান বিজয় দিবসে ভারত সরকার বাংলাদেশের ৩০ জন বীর মুক্তিযোদ্ধার আমন্ত্রন করেন। এবার খুলনা বিভাগের মধ্যে তিনি আমন্ত্রিত অতিথি হিসাবে ভারতে যাচ্ছেন। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন। বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।