স্টাফ রিপোর্টার ঃ বাঙ্গালী জাতির ইতিহাসে মহান বিজয় দিবস গৌরবময় দিন। স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়াদিয়ে মুক্তিকামী জনতা যুদ্ধ করেছিল। আমাদের দিয়েছিল একটি স্বাধীন দেশ লাল সবুজের পতাকা। মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় খুলনারোড মোড় বঙ্গবন্ধু চত্ত¡রে জাতির পিতার প্রতিকিৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তির জন্য মোনাজাত প্রার্থনা, পরে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। সকাল ১০টায় রক্তদান কর্মসূচী। ১০টা ৪৫ মিঃ শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শহীদ আব্দুর রাজ্জাকের সমাধিজিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। পৌর দিঘীতে হাঁশধরা প্রতিযোগিতা, জুম্মার নামাজ অন্তে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুরে হাসপাতাল সহ অন্যান্য প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার প্রদান, বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠান। বিকালে টেনিস গ্রাউন্ডে বিজয় দিবসে টেনিস টুর্নামেন্ট, সাতক্ষীরা স্টেডিয়ামে সৌখিন ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা পুরস্কার বিতরনী, সুবিধামত সময়ে মুক্তিযুদ্ধা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী।