স্টাফ রিপোর্টার ঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের আয়োজনে গতকাল বিকালে পৌর কাউন্সিলর শেখ শফিকউদ দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহসভাপতি সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন অধ্যক্ষ আবু আহমেদ, এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনছার উজ্জামান, (মাষ্টার) বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সকল মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় ১৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।