সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়: মশিউর রহমান বাবু হাসছে সাতক্ষীরার আম বাজার ঃ চলছে কুলষিত করার হীনচেষ্টা ইসরাইল গাজা যুদ্ধে হারতে চলেছে ঃ প্রবল প্রতিরোধ হামলায় হামাস ভোমরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ আটক ১ গোদাঘাটা বারাকাতিয়ায় দাখিল মাদ্রাসায় চক্ষু শিবির উদ্বোধন

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এতিম শিশুদের মাঝে ন্যাশনাল প্রেস সোসাইটি’র খাদ্য ও বস্ত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

মোঃ মাসুদ রায়হান \ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা ও এতিম শিশুদের শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ (রবিবার) দুপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখা কার্যালয়ের সামনে সরদার মার্কেটে সংগঠনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এতিম শিশুদের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন। ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শংকর কুমার পাল, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি বাবুর আলী গোলদার প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর শিশুসদন (এতিমখানা) ও মারকাজুল উমুল বালিয়াডাঙ্গা মাদ্রাসার মাওলানা মোহাম্মদ আল আমিন। দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে কেশবপুর শিশুসদন (এতিমখানার) শিশুদের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ এবং মারকাজুল উমুল বালিয়াডাঙ্গা মাদ্রাসার শিশু ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বসু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি শিক্ষক আব্দুল মান্নান, মঞ্জুরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুস্ময় হাওলাদার বিকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল অধিকারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফেরদৌস কবির সৌরভ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তুষার সাহা, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, সহ- প্রচার সম্পাদক আব্দুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, সহ-দপ্তর সম্পাদক রবিন দাস, কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য শাহানাজ পারভীন, জাহিদ এ্যামিলি, আবদুল­া আল মামুনসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com