স্টাফ রিপোর্টার ॥ মহামান্য রাষ্ট্রপতির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত পেয়ে বঙ্গভবনে গেলেন সাতক্ষীরার কৃতি সন্তান জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু। গতকাল বিকেলে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, ভুটানের রাজা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সাংসদবৃন্দ, বিদেশী কুটনীতিকবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যবৃন্দ, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মানে বিশেষ অনুষ্ঠান মালাসহ ইফতার ও নৈশভোজে আপ্যায়ন করা হয়। তৈয়ব হাসান দেশের ২ জন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্তদের ফিফা রেফারী মধ্যে জীবিত একজন হিসেবে প্রথম এসম্মান পেলেন। অপর জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি রেফারী মরহুম জেড আলম। উল্লেখ্য, তৈয়ব হাসান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ১৮ বছর আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন। তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড প্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড) রেফারি তৈয়ব। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি প্রথম সাউথ এশিয়ান রেফারির দায়িত্ব পালন করেছিলেন, স্মরণীয় সেই জার্সিটি ৫ লাখ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে করোনা ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেছিলেন।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এমহৎ কাজের জন্য তৈয়ব হাসান বাবুকে অভিনন্দন জানিয়ে ছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পদক জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারের অর্থ এক লক্ষ টাকা তিনি স্থানীয় দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে ব্যয় করার ঘোষণা দেন। রেফারিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাবসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে।