কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মাওঃ আব্দুল আজিজ সে কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মৌলভী শেখ জালাল উদ্দিনের ২য় পুত্র। গত ১১ ফেব্র“য়ারি শুক্রবার ফজরের নামাজ আদায় করার পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সকাল ৬ টা ৫৫ মিনিটে নিজস্ব বাস ভবনে মৃত্যুবরণ করেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ২ পুত্র ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে ৩৫ বছর বন্দকাটি আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা সহ দীর্ঘদিন যাবৎ বিবাহ রেজিস্ট্রারের কাজ করে গেছেন। শুক্রবার আসরের নামাজের পরে রামনগর জামেয়া কাদেরিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার এই মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।