শ্রীউলা প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলার কলিমাখালী গ্রামের মৃত সোবহান আলী সরদারের বড় পুত্র, পাইকগাছা উপজেলার আলমতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবঃ আরবী বিভাগের সহঃ অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম সরদার (আনুঃ ৬৫) ব্রেইন স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে প্রথমে সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পরে, সামেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি চিকিৎসারত অবস্থায় শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো দেখার ও তার জানাজায় অংশ গ্রহণের জন্য উল্লেখিত মাদ্রাসার সহকর্মী শিক্ষক বৃন্দ, ছাত্র—ছাত্রীবৃন্দ, আত্মীয় স্বজনরা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মুসলমানগণ তার বাড়ীতে উপস্থিত হয়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ১পুত্র ও ১কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার যোহর নামাজের পর কলিমাখালী শেখ বাড়ী বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন আজিজিয়া ঈদগা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের সহকর্মী অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আজগার হোসাইন। জানাজার প্রাক্কালে মরহুমের কর্মময় জীবনের উল্লেখ যোগ্য দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ও উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তার সুযোগ্য ছাত্র আলমতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আব্দুস সবুর ও ছাত্র জালাল উদ্দীন প্রমুখ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আজগার হোসাইন।