মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুর সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. মহিউদ্দীন সরদারের স্ত্রী ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মা রাবেয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার কলেজের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপাধ্যক্ষ সমির কান্তি হালদার, নূরুল ইসলাম খোকন, সাজেদুর রহমান লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান, ইমামুল হাসান ইমন প্রমুখ।