তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালার মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. রাজীব রায় চৌধুরী। গতকাল দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করেন। ৯ ভোটের মধ্যে এ্যাড. রাজীব রায় চৌধুরী পান ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী দেবাশীষ কুমার মুখার্জী পান ২ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ। অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক সজীবউদ্দৌলা, কোষাধ্যক্ষ অজয় কুমার দাশ ও দুলাল চন্দ্র দাশ এসময় উপস্থিত ছিলেন।