স্টাফ রিপোর্টার \ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা সীমান্তবর্তী কাঠুনিয়া রাজবাড়ীর দিঘীরপাড় সংলগ্ন এলাকায় গত ৩ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য ও মানব পাচারের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নূরনগর উত্তর হাজিপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র কুখ্যাত মাদকসম্রাট মামুন (২৭) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় গুলিবিদ্ধ মামুনের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহারে ৫ জনকে আসামি ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করে। মামলা নং ১০, তারিখ ০৫/১১/২০২২। এঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর গ্রামের মৃত নওশের আলী গাজীর পুত্র কুখ্যাত মাদকসম্রাট রফিকুল ইসলাম ওরফে বড় ছেলে (৩০) ও কালিগঞ্জ উপজেলার রতনপুর কাঠুনিয়া গ্রামের মুজিবুর তরফদারের পুত্র কুখ্যাত মাদকসম্রাট সালাউদ্দিন তরফদার ওরফে বাপ্পি (২৭)কে গ্রেফতার করে। এ বিষয়ে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, গুলিবিদ্ধ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। উলেখ্য এসমস্ত মাদক কারবারীদের সর্বনাশা মাদকের ছোবলে উঠতি বয়সী যুবক-তরুনেরা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। মাদকদ্রব্যের নেশায় তারা তৈরি করেছে কিশোর গ্যাং। এসমস্ত কিশোর গ্যাং এর নেতৃত্বে আছে কয়েকজন দুর্র্ধষ মাদক কারবারি। তাদের নামে রয়েছে অসংখ্য খুন, যখম, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মের মামলা। এ সমস্ত মাদকসম্রাটদের নিয়ন্ত্রণ করে কিছু অসাধু রাজনৈতিক নেতৃবৃন্দ। এদের হাত থেকে তরুণ সমাজকে বাঁচাতে এই সমস্ত মাদক সম্রাটদেরকে গ্রেফতার অপূর্ব কঠিন শাস্তির দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল।