স্টাফ রিপোর্টার \ এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে সাতক্ষীরার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের গুরুর মোড়-সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। আটক কারারক্ষীরা হলেন ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মামুন চৌধুরী এবং একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডবিøউ বিশ্বাসের ছেলে মো. রাজন বিশ্বাস। সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা গতকাল শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডিবি পরিচয়ে সাতক্ষীরা সদর থানার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের গুরুর মোড়-সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ লাভের উদ্দেশ্যে তাদের ব্যবহৃত একটি নীল রঙের সুজুকি এসএফ মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফসহ দুজন অবস্থান করেন। স্থানীয় লোকজনের নিকট তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্য এসআই রুবেল আহমেদ, মোস্তাক আহমেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যায়। এ সময় ডিবি পুলিশ কারারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে একজোড়া হ্যান্ডকাফ উদ্ধার হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) নিয়ে আসে।