বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভূক্ত এক আসামী ও নিয়মিত মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে শনিবার এসআই বিজন কুমার সরকার, এসআই ইমরান হোসেন, এএসআই আব্দুল জব্বার, এএসআই মোজাফ্ফর সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার বাইনতলা গ্রামের তোফাজ্জেল হোসেন তুফার ছেলে রাসেল হোসেনকে পারিশামারী এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-১২(৯)২৩ রুজু করা হয়। অপরদিকে, জিআর পরোয়ানা-১৩২/১৬ এর আসামী সরাফপুর গ্রামের রজব আলী সরদারের ছেলে জাকির হেসেন ওরফে জাকারিয়া, নিয়মিত মামলা নং-৭(৯)২৩ এর আসামী একসরা গ্রামের শামসুর মালির ছেলে আশরাফুল মালি ও নিয়মিত মামলা নং-১৭(৭)২৩ এর আসামী ফকরাবাদ গ্রামের গোবিন্দ গাইনের ছেলে শ্রী কিরন গাইন কে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে শনিবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।