ভোমরা প্রতিনিধি ॥ ভোমরায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভোমরা বর্ডার প্রাইমারী স্কুল প্রাঙ্গনে ভোমরা ইউনিয়নের বিট ইনচার্জ এসআই এসএম শামীম আকতারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। পুলিশ জনগনের বন্ধু। মাদক নির্মূল সন্ত্রাস দমন চোরাচালন ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আঃ গবুর, সাধারন সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। এছাড়া ভোমরা ইউনিয়নের ইউপি সদস্যর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম।