দেবহাটা অফিস ॥ দেবহাটা পুলিশ অভিযান পরিচালনা মাদক উদ্ধার, সহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ কালিগঞ্জের ইছাপুরের শওকত আলীর পুত্র কবির হোসেন ৩৮ ও একই উপজেলার পূর্ব, নলতা গ্রামের আরশাদ আলীর পুত্র আশরাফুল ইসলাম ৩৫ কে গ্রেফতার করে। একই দিনে ওয়ারেন্ট ভূক্ত আসামী পারুলিয়া ইউনিয়নের চালতেতলা গ্রামের ইছাক আলীর পুত্র রফিকুল ইসলাম গাজী ৪০ ও একই গ্রামের ছমির ঢালীর পুত্র রফিকুল ইসলাম রফিকে গ্রেফতার করে। দেবহাটা তানার এসআই গোলাম আজম, এসআই নুর নবী সঙ্গী ফোর্স সহ আসামীদের কে গ্রেফতার করে।