স্টাফ রিপোটার: মাদরাসাতু আল-ফুরকানের উদ্যোগে বার্ষিক প্রীতি সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল মাদ্রাসার আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল আব্দুর রহমানের পরিচালনায় সম্মেলনে সমাপনি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন। অনুষ্টানে কুরআন তেলাওয়াত, তিন ভাষায় বক্তৃতা, ইসলামী সঙ্গীত, জুম্মার খুতবাসহ বিভিন্ন বিষয়ে পারফারমেন্স করে দর্শকদের জনজয় করেন শিক্ষাথীরা। অনুষ্ঠানে কয়েকশ অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষা একটি অনন্য প্রতিষ্ঠান। আল ফুরকান নিয়মিত সাহিত্য-সংস্কৃতি চর্চা, বনভোজন, শিক্ষা সফর, খেলাধুলা ও স্কাউটিং কার্যক্রমের সু-ব্যবস্থা রয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন ও নিরিবিলি পরিবেশে আবাসিক শিক্ষকের সার্বক্ষণিক তত্ত¡াবধানে মানসম্পন্ন আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে।