বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

মাদারীপুরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: মাদারীপুরে গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— একই এলাকার জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা, সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন। জানা গেছে, রাতে মশার কয়েল ধরাতে গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আহত হন তানিয়া তার স্বামী জুয়েল এবং মেয়ে সোহাগী। খবর পেয়ে তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে পাঠানো হয় রাজধানী ঢাকার বার্ন ইউনিটে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, গ্যাসের পাইপ ফেটে (লিক) যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা—জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com