আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী মাদার তেরেসা গোল্ডেন এ্যওয়ার্ড-২০২২ এ ভূষিত হয়েছেন। ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত কবি সুকান্ত স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত সম্মেলনে তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ঢাকার সেগুন বাগিচা রেষ্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি কাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রেম সাগর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন ও আদ দীন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ শামছুন নাহার।