কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার সকাল ৯টায় বসন্তপুর ঢালীপাড়া হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়। মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কালে বক্তব্য রাখেন শিক্ষক শেখ জহিরুল আলম, কাস্টমস কর্মকর্তা সাইফুল ইসলাম, ব্যবসায়ী আল-আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরিদুল কবীর, সদস্য আব্দুল করিম, মনিরুল ইসলাম মনি, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান। উল্লেখ্য, সামাজিক এই সংগঠনটি শীতার্ত দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবে বলে জানা গেছে।