বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মধ্যম ছোটকুপট দারুল কোরান হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ছাঁদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সহযোগিতায় ২,০০,০০০/= টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের ছাঁদ ঢালাই কাজ উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল ওহাব গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাদ্রাসা ভবনের ছাঁদ ঢালাই কাজ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, বিড়ালক্ষ্মী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একরামুল কবির, ডাঃ মোঃ লোকমান হোসেন, অত্র মাদ্রাসার সেক্রেটারি রাজুগুল ইসলাম রাজু, মাওঃ আব্দুল গফুর, মাওঃ জাহিদ আল হাসান, মোঃ আব্দুর রাজ্জাক গাজী, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম চঞ্চল প্রমূখ।