বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারিদের সাথে সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন উপজেলা শাখার উদ্যোগে শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মিলনায়াতনে উপজেলার সকল মাদ্রাসা শিক্ষক-কর্মচারি, আওয়ামীলীগ নেত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র মাদ্রাসার অধ্যক্ষ এ এ এম ওজায়েরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে সাতক্ষীরা-০৪ আসনে দলীয় প্রার্থী করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষকদের যাবতীয় সুযোগ সুবিধা বর্তমান সরকার দিয়েছে, ভবিষ্যতে আরও সুবিধা দেওয়ার জন্য কাজ চলমান আছে। অতি শিঘ্রই শিক্ষকদের সমুদয় দাবি এই সরকারই পূরণ করবে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রতি নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন।