বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দরিদ্র ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। ঈদে দরিদ্র ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অত্র ফাউন্ডেশনের পরিচালক। গতকাল ২০ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সমাজের দরিদ্র ও অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক, গুড়া দুধ, নতুন টাকা প্রদান করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন। এসময় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” দরিদ্র ও অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমাদের এই ধরনের মানবতার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম জাকির হোসেন, ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাফিজ সহ অসহায় পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের সহযোগিতায় ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার, অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান, অসহায় শিশুদের গুঁড়া দুধ সহায়তা প্রদান, ফ্রী মেডিকেল ক্যাম্প, অসহায় রোগীদের ফ্রী অপারেশন, শীতবস্ত্র কম্বল উপহার, বৃক্ষরোপণ কর্মসূচি সহ সারা বছরব্যাপী নানা সামাজিক কাজে নিযুক্ত আছে। নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন ইতিমধ্যে উপজেলা বাসীর প্রশংসা অর্জন করেছে।