মানুষ মানুষের জন্য এই মন্ত্রকে সামনে রেখে মানবতার কল্যান ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল জেলা সভাপতি আলহাজ্ব আল ফেরদৌস আলফার সভাপতিত্বে ও সৌজন্যে শীতার্ত, দরিদ্র মানুষের মাঝে শহরের বকচরা এলাকায় কাসেমপুর এতিমখানা কমপ্লেক্স ও প্রবীন নিবাস কাটিয়ায় শীতবস্ত্র ও কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি ও দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা পরিষদ সদস্য মিলি আপা, সংগঠনের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ শিক্ষক অরুন কুমার ঘোষ, সদস্য জানমিন হাসিব, উম্মে রোকাইয়া ডেইজী, শেখ আব্দুল হামিদ, রাজ, মেহেদী, কওসার, তপু আজমিরা সহ অন্যান্যরা। -প্রেস বিজ্ঞপ্তি