বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার মানবাধিকার বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আল-আমিন ট্রাষ্ট মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জামায়াতের মানবাধিকার বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুলের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এড. আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে জেলা শুরা সদস্য এড. আজিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, সদর জামায়াতের কর্মপরিসদ সদস্য আনিছুর রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ^াস, সাংবাদিক শাহজান মিঠুন প্রমুখ বক্তব্য রাখেন। -প্রেস বিজ্ঞপ্তি