স্টাফ রিপোর্টার \ মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা সকাল ১০টায় নবারুন স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও নবারুন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনের কেন্দ্রীয় মহাসচীব মু. মাহমুদুল হাসান মাহামুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিজুল হক মিনা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী সহ সভাপতি আমিরুজ্জামান বাবু, এস এম নওরোজ হীরা সভাপতি বরিশাল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুম মিল−াহ, মামুন হোসেন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল−াহ মোঃ জুবায়ের প্রমুখ। সভায় মানবাধিকার সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়াও সাতক্ষীরায় নব নির্বাচিত কমিটির পরিচিতি ও সদস্যদের মধ্যে পরিচয় পত্র ও সনদ প্রদান করা হয়।