আবু ইদ্রিস \ বর্ষ বরণের দিনে ইজি বাইক চালককে অজ্ঞান করে যুবকের কাছ থেকে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পহেলা বৈশাখ সোমবার নতুন বছরের প্রথম দিনে সবাই আনন্দ উৎসাহ উদ্দীপনায় ব্যস্ত। কিন্তু যাদের দিন আনা দিন খাওয়ায় সংসার চলে তাদের তো প্রতিদিন কার মতোই কর্মে বাহির হতে হয়। সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র মোস্তাফিজুর রহমান (৩০) প্রতিদিনের ন্যায় বর্ষবরণের দিনে ১৪ এপ্রিল ইজিবাইক নিয়ে রোজগারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু ঘটনাচক্রে কে বা কারা এই চালকে পাটকেলঘাটার শাখদা নামক স্থানে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে চলে যায়। ইজিবাইক চালককে রাস্তায় পড়ে থাকতে দেখে পদচারীরা ভিড় জমায়। চলার পথে বিষয়টি সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী ডা. আলহাজ্ব আবুল কালাম বাবলার নজরে আসে।সাথে সাথে তিনি জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামকে অবহিত করলে জেলা পুলিশ প্রশাসন আন্তরিক ভাবে এ বিষয়ে সহযোগিতা করেন। এ সময় অজ্ঞান হওয়া ইজিবাইক চালককে নিজ প্রাইভেটে করে সাতক্ষীরা সরকারি সদর হাসপাতালে ভর্তি করে উদারতা তথা মহানুভবতার পরিচয় দেন ডা. আবুল কালাম বাবলা। এ বিষয়ে ভিকটিমের পিতা আব্দুল ওদুদের সাথে কথা হলে তিনি বলেন আমার ছেলের অজ্ঞান হওয়ার বিষয়টি আমি পথচারীদের কাছ থেকে জানতে পারি। এবং আমার ছেলেকে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।