রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মানুষকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে -শেখ মফিজুর রহমান, সাতক্ষীরার সাবেক সিনিয়র জেলা ও দায়রাজজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২

এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, মানুষকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। মানুষের প্রতি আন্তরিক হতে হবে। আমাদের কে মনে রাখতে হবে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। আমাদের স্ব স্ব অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। তিনি বলেন বিচারিক কার্যক্রমে বিচার প্রার্থীরাই অগ্রাধীকার যোগ্য আর এ ক্ষেত্রে বিচারকদের অধিকতর মানবিক হতে হয়। দেশের আলোকিত বিচারক কবি আরো বলেন আমরা আমাদের নিজ নিজ অবস্থান হতে কাজ করে দেশের উন্নয়নে, সন্ত্রাস জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও মাদক নির্মুলে যথাযথ ভূমিকা রাখতে পারি। তিনি সাতক্ষীরার বিচারঙ্গনের সহকর্মী বিচারক সহ আইনজীবীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্মৃতি চারন করে বলেন ব্রিটিশ শাসন আমলের আইনে কারাবন্দিদের খাবারের মান পরিবর্তনের যথাযথ কার্যকর পদক্ষেপ নিয়েছিলাম। যার প্রেক্ষিতে কারাবান্দিদের খাবারের মানের পরিবর্তন হয়েছে। আমি না করলে হয়তো কখনো পরিবর্তন হত কি না জানি না। আমার সেই পদক্ষেপটির আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সারাদেশের কারাবন্দিদের খাবারের মানের পরিবর্তনে আইন প্রনয়ন করেছে যা যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক। শুক্রবার ৭ মে ঢাকা ইউনিভার্সিটি অ্যালমনাই অ্যাসোসিয়েশন, ম্যানগ্রোভ ছায়াঘরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমি ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার আজীবন সদস্য হয়েছি। আমাকে ডাকলেই আমি চলে আসবো। আমি যেখানেই থাকি না কেন সব সময় দেশের জন্য কাজ করে যাবো। তিনি আরও বলেন, ডুয়াস সাতক্ষীরায় যেভাবে কাজ করেছে তা সমগ্র বাংলাদেশের ঢাবি অ্যালমনাইদের জন্য অনুকরণীয়। তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং পিনপতন নীরবতা বিরাজ করছিল। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাঃ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল­াহ আল হাদী, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, সদ্য বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সহধার্মিনী রুখসানা ইসলাম শিল্পী, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক শেখ রেফাজুর রহমান বিমান, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের ব্যবস্থাপক সাহিদুর রহমান, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক আকবর হোসেন, খুলনা বিএল কলেজের সহকারী অধ্যাপক মো. আবু তালেব, এড. সোমনাথ ব্যানার্জি, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী, সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক হাবিবুর রহমান, মনিরুজ্জামান মন্ময় মনির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট ইয়াসমিন নাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com