রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

মানুষের অমিত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে -শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে এক অদম্য অমিত সম্ভাবনা। একে জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। গত শনিবার রাতে একটি বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, ১২ বারের চ্যাম্পিয়ন দেশ সেরা নারী স্প্রিন্টার ট্রাকের রানী দ্রুততম মানবী শিরিন আক্তারকে ব্যাঘ্র তট সাতক্ষীরা এই সম্বর্ধনা প্রদান করেন। সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ মিলিনায়তনে এই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। ব্যাঘ্রতটের সভাপতি নাসরিন খান লিপি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাঘ্রতটের পক্ষে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল­াহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাতক্ষীরা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসের আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাঘ্র তটের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি শিরিন আক্তারও আবেগঘন বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি শেখ মফিজুর রহমান আরো বলেন, আমরা আকাশের নীলিমা দেখে মোহিত হই, সাগরের নীল জলরাশি দেখে অভিভূত হই, পাহাড়ের নিস্তব্ধতা দেখে স্তম্ভিত হই, কিন্তু আমাদের মধ্যে অপার সম্ভাবনা খুঁজে দেখি না। শিরিন আক্তার তেমনি এক বিরল প্রতিভা, তাকে নিয়ে গর্ব করা যায়। নিজ জেলায় সংবর্ধনার আয়োজন করায় প্রধান অতিথি ব্যাঘ্রতটকে ধন্যবাদ জানান। সাতক্ষীরায় আরও শিরিন আক্তারের উদয় হোক এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমাদের প্রত্যেক দিন নিজের করার রেকর্ড কে ভাঙতে হবে। তবেই আমরা এক অনন্য উচ্চতায় উঠতে পারব। এতে দেশ, সমাজ, পরিবার প্রত্যেকটি প্রতিষ্ঠান উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com