এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ পর্যায়ে এসে খেই হারাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ দিনের মাঝে পরাজয় দেখেছে দ্বিতীয় ম্যাচে। সেরা চারে থাকার লড়াইয়ে যখন তাদের এগিয়ে যাওয়ার কথা। তখন হারাচ্ছে মূল্যবান পয়েন্ট। সর্বশেষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে উল্টো তাদেরই অবনমন অঞ্চল থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ করে দিয়েছে। অবশ্য এই ম্যাচ হারের জন্য দায়টা এককভাবে বর্তায় ম্যানইউ গোলকিপার ডেভিড ডি গিয়ার। ২৭ মিনিটে বেনরাহমার দুর্বল শটটি জালেই ঢোকার কথা না। সেটি হয়েছে ম্যানইউ গোলকিপারের দুর্বল রক্ষণে। বল ঠিকমতো নাগালেই নিতে পারেননি তিনি। পুরো মৌসুমেই নম্বর ওয়ান গোলকিপার হিসেবে তার ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ থেকেছে। সর্বশেষ ভুলটি তার অবস্থানকে করেছে আরও নড়বড়ে। তবে ম্যানইউ কোচ এরিক টেনহাগকে তার পাশেই পাচ্ছেন তিনি। ডেভিড ডি গিয়ার ঢাল হয়ে টেন হাগ বলেছেন, ‘প্রিমিয়ার লিগে তারই ক্লিন শিট বেশি। এই অবস্থায় তাকে ছাড়া কোনোভাবেই আসতে পারতাম না। তাই তার ওপর পূর্ণ আস্থা আমার আছে। কোনো উদ্বেগও নেই।’ সর্বশেষ ভুল নিয়ে টেন হাগের কথা, ‘ভুল হয়ে থাকে। কিন্তু দল হিসেবে আপনাকে বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে হবে। চারিত্র্যিক দৃঢ়তা দেখাতে হবে। এবং আত্মবিশ্বাস থাকতে হবে এই টিমের দ্বারাই সম্ভব।’ সমালোচনার মাঝে ডি গিয়ার নতুন চুক্তির বিষয়টিও আলোচনায় রয়েছে। এই গ্রীষ্মেই চুক্তি শেষ হবে তার। চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনাও চলছে। শোনা যাচ্ছে নতুন গোলকিপারের খোঁজেও রয়েছে ম্যানইউ। এই অবস্থায় ডি গিয়ার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কী? জবাবে ম্যানইউ কোচ বলেছেন, ‘আমরা চাই সে এখানেই থাকুক। সে চুক্তির মেয়াদ বাড়াক এটাও চাই।’ ব্যাক টু ব্যাক পরাজয়ে চ্যাম্পিয়নস লিগ স্পট ধরে রাখার লড়াইয়ে শঙ্কার মাঝে পড়ে গেছে ম্যানইউ। তাদের সঙ্গে মাত্র এক পয়েন্ট ব্যবধান রেখে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্টে পাঁচে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানইউ ৬৩ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।