এফএনএস বিদেশ : ইউক্রেনে রাশিয়ার দখলকৃত বিধ্বস্ত মারিউপোলে নতুন করে ১০ হাজার ৩০০ কবরের সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি। এপি’র তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা তিনগুণ হতে পারে। কারণ প্রতি কবরের পাশে আরও মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। এপি গত মার্চের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে মারিউপোলে প্রচুর কবরের সন্ধান পেয়েছে। এক সময়ের কোলাহলপূর্ণ ইউক্রেনের এই শহরটি এখন অনেকটাই ফাঁকা। রাশিয়ার বোমায় বিধ্বস্ত শহরটি। এপি বলছে, এখানকার ৫০ হাজারের বেশি বাড়ি-ঘর ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে মস্কোর। ইউক্রেনে হামলার মাস খানেকের মাথায় মারিউপোলকে অবরুদ্ধ করে ফেলে রুশ বাহিনী। তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় শত্র“পক্ষ। কিয়েভের দাবি, শহরটি দিনের পর দিন ভয়াবহ হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।