শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই বন্ধু কক্সবাজারে ডাম্প ট্রাক—অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ বেনাপোল—ঢাকা ও খুলনা—ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন গুচ্ছ ছাড়লো খুলনা বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষের অভিযোগের তদন্ত চলছে: ডেইলি মেইল রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম

মার্সেইকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে পিএসজি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছেন নেইমার এবং এমবাপে- দু’জনই। আবারও গোল করলেন দু’জন। নেইমার-এমবাপের গোলে গত রোববার রাতে মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। দুই ম্যাচ আগে লরিয়েন্তের বিপক্ষে একসঙ্গে গোল করেছিলেন পিএসজির সেরা তিন ফুটবলার মেসি, নেইমার এবং এমবাপে। পরের ম্যাচে জোড়া হ্যাটট্রিক করেছেন ক্লারমন ফুটের বিপক্ষে। আবার হ্যাটট্রিক অ্যাসিস্ট ছিল মেসির। বোঝাই যাচ্ছে, ধীরে ধীরে মেসি-নেইমার-এমবাপে ত্রিফলার রসায়নটা বেশ জমে উঠেছে। যে কারণে তারা বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে প্রতিপক্ষের জন্যও। মার্শেইয়ের বিপক্ষে এই যুগল জ¦লে না উঠলে হয়তো জয় পেতেই কষ্ট হতো পিএসজির। এই জয়ে ১০ম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপার দিকে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে পিএসজি। ৩২ ম্যাচে তাদের অর্জন ৭৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৫৯। অর্থ্যাৎ দুই দলের সঙ্গে ১৫ পয়েন্টের ব্যবধান। শুরুতেই গোল করেন নেইমার। ম্যাচের ১২তম মিনিটে গোলের সুচনা করেন নেইমার। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা পাস ডি-বক্সে প্রথম স্পর্শে চিপ শটে জালে পাঠান নেইমার। এ নিয়ে শেষ তিন ম্যাচে নেইমারের গোল ৬টি। ৩১তম মিনিটে সমতায় ফেরে মার্সেই। কর্নার কিককে সামনে ঝাঁপিয়ে পাঞ্চ করার চেষ্টায় ক্লিয়ার করতে পারেননি জিয়ানলুইজি ডোনারুমা। জটলার মধ্যে বল ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডাররাও। খুব কাছ থেকে বল পেয়ে সেটিকে জালে পাঠান ক্রোয়াট ডিফেন্ডার ডুজে কালেতা কার। প্রথমার্ধের শেষ দিকে নেইমারের শট ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করেন পিএসজি খেলোয়াড়রা, কিন্তু তখন রেফারির সাড়া মেলেনি। পরক্ষণে মেসি আবার জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। তবে ভিএআরের সাহায্যে আগের ঘটনার জন্য পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে দলকে আবার এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। এর আগে ১৮তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপে। দানিলো পেরেইরার থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে পোস্টের বাইরে মারেন তিনি। যদিও অফসাইডের বাঁশি বাজান রেফারি। একটু পর ডি-বক্সের সামনে থেকে লিওনেল মেসির ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩৩তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেইমারের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক। একটু পর ডি-বক্সে নেইমারের পাসে এমবাপের ভলি চলে যা পোস্টের বাইরে। ৪১তম মিনিটে মেসি জালে বল পাঠালেও গোল মেলেনি। তাকে পাস দেওয়া নুনো মেন্দেস আক্রমণের শুরুতেই অফসাইডে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com