দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনীর সেনারা দৃশ্যতঃ পুরো গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিনত করেছে তবে গাজার সার্বিক বিবেচনায় ও বিশ্লেষনে প্রতিয়মান হচ্ছে যে উপত্যকাটিতে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরাও প্রতিনিয়ত হামাস যোদ্ধাদের দ্বারা হতাহতের শিকার হচ্ছে। এমন কোন দিন নেই,এমন কোন সময় নেই যে দিনে বা সময়ে গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা পরিচালনা করছে না এবং একই ভাবে দখলদার ইসরাইলি সেনারা হামাস যোদ্ধাদের দ্বারা হতাহতের শিকারে পরিনত হচ্ছে না। গত আটমাসে দখলদার ইসরাইলি বাহিনীর মুহুরমুহুর গণহত্যা আর স্থল অভিযানের মাধ্যমে যে বিভৎস এবং চরম গণহত্যার নজির সৃষ্টি করেছে দখলদার বাহিনী যে কারনে বিশ্বের দেশেদেশে দখলদার ইসরাইল মানবতার শত্র“ হিসেবেই চিহিৃত হয়েছে। ইসরাইল এবং ইসরাইলি এতটুকু ঘৃনিত এবং অমানবিক হিসেবে চিহিৃত হয়েছে যে, দক্ষিন এশিয়ার দেশ মালদ্বীপ সেদেশে ইসরাইলি নাগরিকদের কে নিষিদ্ধ ঘোষনা করেছে অর্থাৎ কোন ইসরাইলি যেন মালদ্বীপে প্রবেশ না করতে পারে সেটি নিশ্চিত করা হয়েছে। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে গত রবিবার মালদ্বীপের মন্ত্রীসভার বৈঠকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদেরকে নির্মম ভাবে গণহত্যার জন্য ইসরাইল এর নিন্দা জানানো হয় এবং ইসরাইলি নাগরিকদেরকে মালদ্বীপের জন্য অযোগ্য ঘোষনা করা হয়। ঐ দিনই প্রেসিডেন্ট মইজ এর অফিস হতে বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মধ্যম গুলোকে নিশ্চিত করা হয়। এদিকে পুরো গাজা উপত্যকাতে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা চরম প্রতিরোধের সম্মুখিন। প্রতিটি এলাকাতে হামাস যোদ্ধাদের দ্বারা তারা প্রতিরোধ হামলার মুখে পড়ছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ইসরাইলের ও মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সমরবিদরা জানিয়েছে গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক রনকৌশল কাজে আসছে না আর ইসরাইলের সামরিক শক্তি গাজায় প্রয়োগের ক্ষেত্রে বড় বাঁধা এবং প্রতিরোধ করে চলেছে হামাস সদস্যরা। ইসরাইলের ন্যায় সামরিক শক্তি সম্পন্ন দেশটির জন্য আট মাস হামাস নির্মূলের জন্য যুদ্ধ করা বিষয়টি অবিশ্বাস্য অথচ সেটাই ঘটে চলেছে গাজা সিটিতে। গতকাল বিশ্ব মিডিয়ায় অতি আলোচিত খবর ছিল বাংলাদেশের আলোক চিত্র শিল্পি শহিদুল আলম এর প্রতিবাদী ডক্টরেট ডিগ্রী প্রত্যাখান। বৃটিশ বিশ্ববিদ্যালয় আলোকচিত্র শহিদুল আলম কে ডক্টরেট ডিগ্রী প্রদান করে। গাজায় নিরীহ ফিলিস্তিনি হত্যা ও তাতে বৃটিশ সরকারের সমর্থনের প্রতিবাদে তিনি উক্ত ডক্টরেট ডিগ্রী প্রত্যাখান করলেন। হিজবুল্লাহ প্রধানকে জীবন নামের হুমকি দিয়েছে ইসরাইলের গোয়েন্দা বিভাগ মোসাদ উক্ত জীবন নাশের হামলার বিষয়ে হিজবুল্লাহ চ্যালেঞ্জ গ্রহন করেছে। উত্তর ও পশ্চিম গাজাতেও দখলদার বাহিনী প্রতিরোধ হামলার মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীকে বর্বর বলে আখ্যায়িত করেছে তুরস্কের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতির প্রস্তাবে অবশেষে ইসরাইল সম্মতি প্রকাশ করেছে। ইসরাইলের সম্মতি প্রকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হতে স্বস্তি প্রকাশ করা হয়েছে। রাফায় যুদ্ধ চলছে পুরো গাজা শহর দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে।