এফএনএস: মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুলাহ শামালের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশটি সফরে গেছেন। গতকাল রোববার তিন দিনের সরকারি এই সফরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুলাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া সাক্ষাৎকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। মালদ্বীপ সফরকালে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে আগামী ১৭ ফেব্র“য়ারি সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শনের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করবেন।