এফএনএস বিদেশ : মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে ধূমপান নিষিদ্ধ এলাকায় সিগারেট খাওয়ার অপরাধে জরিমানা করা হবে বলে গতকাল বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ এই সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, নেগরি সেম্বিলান রাজ্যের একটি রাস্তার পাশের খাবারের দোকানে ধূমপান করছেন মোহাম্মদ হাসান। মালয়েশিয়ায় ২০১৯ সালে সব খাবার হোটেল ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয় এবং চলতি বছরের অক্টোবর মাসে আরো কঠোর আইন প্রবর্তন করা হয়। দেশটির আইন অনুসারে, নিষিদ্ধ এলাকায় ধূমপান করলে সর্বোচ্চ পাঁচ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে। জুলকেফলি বুধবার এক্সে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরকে এই বিষয়ে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিজেই এই অপরাধের জন্য জরিমানা দিতে চেয়েছেন। এ ছাড়া মোহাম্মদ হাসান গতকাল বুধবার ক্ষমা চেয়ে বলেন, তিনি স্বাস্থ্য বিভাগের কাছ থেকে একটি আইন লঙ্ঘনের নোটিশ পেয়েছেন, তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। তিনি মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টারকে বলেন, ‘যদি এটি জনসাধারণের মধ্যে উদ্বেগ ও সমস্যা সৃষ্টি করে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি জরিমানা পরিশোধ করব এবং আশা করি এটি খুব বেশি হবে না।’ এই সপ্তাহে দোকানে ধূমপানের সময় মোহাম্মদ হাসানের তোলা ছবিটি অনলাইনে তীব্র সমালোচনা সৃষ্টি করে। একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আপনি মন্ত্রী হোন বা ভিভিআইপি, ভুল তো ভুলই। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ আরেকজন লিখেছেন, ‘আইন প্রণেতা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা যারা আইন ভঙ্গ করেন, তাদের সাধারণ জনগণের তুলনায় আরো কঠোর শাস্তি দেওয়া উচিত।’ সূত্র : এএফপি