বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী মালিখালী খাল ও নূরনগর গ্রামের বাইনতলা খাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর যাবত খাল দুটি প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের দখলে ছিল। তারা খালে নেট পাটা দিয়ে মাছ চাষ করত। স্থানীয় এলাকাবাসীরা দখলদারদের দাপটে খাল ব্যবহার করতে পারত না। খালে নেট পাটা দিয়ে মাছ চাষ করায় বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে পানি চলাচল বিন্ন ঘটত। ফলে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হতো এবং দুর্ভোগে পড়তো এলাকাবাসী। এলাকাবাসী ও সাধারণ জনগণের বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল ৮ জুলাই সোমবার সকাল থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ এর নেতৃত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, নূরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ, নূরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজীত কুমার মন্ডলের সহযোগিতায় হরিনাগাড়ী মালিখালী খাল ও নূরনগর বাইনতলা খাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিন পর প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের হাত থেকে খাল দুইটি দখলমুক্ত হয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকাবাসী।