স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও মাসজিদে কুবার ব্যবস্থাপনায় গতকাল সকাল ৯টায় শহরের মেহেদীবাগ মাসজিদে কুবা কমপ্লেক্সে দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও মসজিদ কমিটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু, তিনি বলেন, সাতক্ষীরা মাসজিদে কুবা কমপ্লেক্স নির্মানের পর থেকে ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এখানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের জন্য এলাকার মানুষ উপকৃত হচ্ছে। এ ধরনের সেবা এখানে আগামীতে অব্যাহত থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুল করিম, মসজিদের ইমাম হাফেজ মাও: মাহমুদুর রহমান, মুয়াজ্জিন মো: আব্দুস সবুর, স্বাস্থ্য কর্মী হালিমা খাতুন।