স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা শহরের মেহেদীবাগ মাসজিদে কুবায় জুম্মার নামাজ আদায় করলেন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক সিভিল সার্জন প্রফেসর ডা: এসজেড আতীক। গতকাল মেহেদীবাগস্থ মসজিদে প্রবেশ করলে মাসজিদে কুবার সভাপতি জিএম নূর ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ কমিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। প্রফেসর ডাঃ এসজেড আতীক জুম্মা নামাজের পূর্বে উপস্থিত মুসলীদের উদ্দেশ্যে ইসলাম ধর্ম, কুরআন, হাদীস, নামাজ, ইমান, আকীদা সম্পর্কে জ্ঞান গর্ভ বক্তব্য রাখেন। তিনি বলেন, পবিত্র কুরআন ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটা ইসলাম ধর্মের একটা গাইডলাইন। মসজিদ হল আলাহর ঘর। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। তিনি আরও বলেন হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব। এমন মর্যাদা সম্পন্ন মানুষ আর পৃথিবীতে আসবে না। তিনি অসহায় দরিদ্র, দুঃস্থ মানুষের পাশে থেকে মুসলীদের কাজ করার আহবান জানান। মাসজিদে কুবায় ধর্মীয় কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে বয়স্ক কুরআন শিক্ষা, ফ্রি মেডিকেল ক্যাম্প, জাতীয় ভিটামিন এ প্লাস সহ বিভিন্ন সেবা প্রদান করছে। শহরের মধ্যে এটি একটি নান্দনিক মসজিদ। এই মসজিদে নামাজ আদায় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাসজিদে কুবার সভাপতি জিএম নূর ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক কাজী শওকত হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল করিম, গোলাম রসুল, ইমাম হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।